ছবি : মেসেঞ্জার
‘মাদকাসক্তি রুখবো, সমৃদ্ধ বাংলাদেশ গড়বো’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহযোগিতায়, প্রশিকা ফুলছড়ির আওতাধীন কালির বাজার শাখার আয়োজনে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে (২২ জানুয়ারি) গুণভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রশিকা কালির বাজার শাখা ব্যবস্থাপক জনাব মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার জগৎবন্ধু মন্ডল।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধার উপ-পরিচালক মো. শাহ নেওয়াজ, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম, গুণভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মতলুবর রহমান, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উপ-পরিচালক মো. কামরুজ্জামান ছামাদ, সিনিয়র সহকারী পরিচালক ও প্রশিকার মাদকমুক্ত যুব সমাজ গঠন কর্মসূচির প্রধান জনাব প্রদীপ কুমার বিশ্বাস, ফুলছড়ি উপজেলার প্রেসক্লাবের সভাপতি মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তরা বলেন, দেশের যুব সমাজের বড় একটা অংশ মাদকাসক্ত হওয়ার কারণে আমাদের জনশক্তি দিনে-দিনে অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। ফলে তাদের মেধা ও সৃজনশীলতা ভাল কাজে আসছে না। যার প্রেক্ষিতে অবনতি ঘটছে মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্পর্কের। এর বিরূপ প্রভাব পড়ছে সমাজে ও রাষ্ট্রে। বিপদগামী তরুণ সমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে কার্যকরী ভূমিকা রাখতে হবে আমাদেরকেই। এর প্রতিকারে সরকারের পাশাপাশি সব শ্রেণির মানুষকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান বক্তারা।
মাদকাসক্তির কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি, পারিবারিক প্রতিরোধ জোরদার, ধর্মীয় অনুশাসন বৃদ্ধিসহ মাদকাসক্তদেরকে পুনর্বাসন নিশ্চিত করতে হবে। সমাজে ন্যায় বিচার, মানবিক মূল্যবোধের চেতনা ও আদর্শ প্রতিষ্ঠায় সোচ্চার হতে হবে। আর তাহলেই মাদকের ভয়াল ছোবল থেকে ব্যক্তি, পরিবার, সমাজ, জাতি ও রাষ্ট্র তথা দেশ রক্ষা পাবে।
উল্লেখ্য, প্রশিকার প্রধান নির্বাহী জনাব সিরাজুল ইসলাম ও চেয়ারম্যান মিজ্ রোকেয়া ইসলামের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের সকল জেলায় এই সচেতনতামূলক কর্মসূচিটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মেসেঞ্জার/তুষার