ঢাকা,  বুধবার
২২ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

কালীগঞ্জে পুকুর খনন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৭

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৫, ২২ জানুয়ারি ২০২৫

কালীগঞ্জে পুকুর খনন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৭

ছবি : সংগৃহীত

পুকুর খননের অবৈধ টাকার ভাগ বাটোয়ারা নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৭ জন আহতসহ ৫টি বাড়ী, ৩টি মটরসাইকেল ভাংচুর ও লুটপাট করা হয়েছে। আহতদেরকে কালীগঞ্জ ও যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ খবর পেয়ে রাতেই থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাত দেড়’টার দিকে উপজেলার রাখালগাছী ইউনিয়নের চানপুর গ্রামে এ সংর্ঘষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার বারবাজারের মৎস ব্যবসায়ী খোকন মিয়া চানপুর গ্রামের মাঠের ৬ বিঘা জমির পুকুর খননের সিদ্ধান্ত নেয়। এনিয়ে প্রতিরোধ বা ঝামেলা এড়াতে তিনি এলাকার একটি প্রভাবশালী গ্রুপের সাথে হাত মিলিয়ে অবৈধ লেনদেনে চুক্তিবদ্ধ হয়। এবং বেশকিছু টাকাও লেনদেন করেন।

সোমবার (২০ জানুয়ারি) সকালে তিনি ভেকু গাড়ী নিয়ে ওই জমিতে মাটি কাটতে যান। এ সময় এলাকার লোকজন তাদের বাধা দিলে প্রথমে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্ষায়ে পুকুর খননের পক্ষে ও বিপক্ষে দু’টি গ্রুপ প্রকাশ্যে হয়ে পড়ে। এ নিয়ে বিরোধ সৃষ্টি হওয়াতে বিষয়টি নিয়ে উভয়েই রাতে বৈঠকে বসার সিদ্ধান্ত নেয়।

সে মোতাবেকই মঙ্গলবার রাত ১০ টার দিকে গ্রামের লোকজন শালিষে জড়ো হতে শুরু করে। কিন্তু বৈঠক শুরুর আগেই পুকুর খনন পক্ষের লোকজন লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর ঝাপিয়ে পড়ে। এ সময় গ্রামবাসী পালিয়ে এসে তারাও সংগঠিত হয়ে পাল্টা হামলা চালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

থেমে থেমে রাত দেড়টা পর্ষন্ত সংঘর্ষে চানপুর গ্রামের আকরাম হোসেন, সবুজ হোসেন, রায়হান মিয়া ও সোহান হোসেন সহ উভয় পক্ষের ৭/৮ জন আহত হয়। সংঘর্ষ চলাকালীন সময়ে ৩ টি মটরসাইকেল ও ৬টি বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করা হয়। আহতদেরকে রাতেই কালীগঞ্জ ও যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, এলাকায় সামাজিক দুটি পক্ষের বিরোধে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে, এখনো কোন পক্ষই কোনো অভিযোগ দেয়নি বলে জানান তিনি।

মেসেঞ্জার/বিপাশ/তারেক