ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

ফুলছড়িতে বাংলাদেশ স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৫, ২২ জানুয়ারি ২০২৫

ফুলছড়িতে বাংলাদেশ স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

বাংলাদেশ স্কাউটস এর গাইবান্ধার ফুলছড়ি উপজেলা কমিটির ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জগৎবন্ধু মন্ডল সভাপতি ও ইব্রাহিম আকন্দ সেলিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (২২ জানুয়ারী) বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে উপজেলার থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে ফুলছড়ি উপজেলা কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল।

সভায় বক্তব্য দেন, বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি সিদ্দিকুর রহমান, স্কাউটস এর তরুন লিডার নয়ন মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, প্রধান শিক্ষক রায়হান সরকার, প্রধান শিক্ষক শামসুজ্জোহা বাবলু প্রমুখ।

পরে নির্বাচনী অধিবেশনে কাউন্সিলে আগামী ৩ বছরের জন্য পদাধিকারবলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডলকে সভাপতি ও উপস্থিত কাউন্সিলরদের ভোটে বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম সম্পাদক নির্বাচিত হন। ২৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আব্দুস ছালাম আহমেদ, সবুজ পাঠান, গৌতম চন্দ্র অধিকারী, কমিশনার নুরুন্নবী মিয়া, কোষাধ্যক্ষ শিরিন আকতার, যুগ্ম সম্পাদক শাহীন সরকার, গ্রুপ সভাপতি মতলুবর রহমান, সদস্য সাজু মিয়া, আব্দুল ওয়াহেদ, প্রদেশ কুমার বর্মণ সহ স্কাউটস বিধি অনুযায়ী অন্যান্য সকল পদে নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত নেতৃবৃন্দ অত্র উপজেলার স্কাউটিং কার্যক্রম বেগবান করে শিক্ষার্থীদেরকে আদর্শ সু-নাগরিক হিসেবে গড়ে তুলবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

মেসেঞ্জার/সাকিব/তুষার