ছবি : মেসেঞ্জার
হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিবের দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এতে করে পুরো উপজেলায় নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে।
বুধবার (২২ জানুয়ারি) বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিবকে গত ২০ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিলো। আবেদনের প্রেক্ষিতে এ বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয় এবং প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে এখন থেকে দলীয় শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখা। ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের যাতে পুনরাবৃত্তি না হয়, সে জন্য সতর্ক থাকার বিষয়ে জন্য অনুরোধ করা হয়।
এ বিষয়ে হাতিয়া বিএনপির সভাপতি একেএম ফজলুল হক খোকন বলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিবের দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি।
মেসেঞ্জার/রাসেল/তুষার