ঢাকা,  বৃহস্পতিবার
২৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

বগুড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

বগুড়া ব্যুরো

প্রকাশিত: ২১:৫০, ২২ জানুয়ারি ২০২৫

বগুড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

ছবি : মেসেঞ্জার

বগুড়ার গাবতলীতে ৬জনকে কুপিয়ে জখম করার ঘটনায় জাতীয়তাবাদী যুবদল নেতা হৃদয় হোসেন গোলজারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। হৃদয় গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান।

গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু এ তথ্য নিশ্চিত করে জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ২১ জানুয়ারি জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে হৃদয় হোসেন গোলাজারকে দলের প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি গাবতলী উপজেলার চাকলা গ্রামের বেলুজ মণ্ডলের বাড়িতে আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে আটকে রাখা হয়। হান্নানের পরিবারের লোকজন তাকে উদ্ধার করতে এলে যুবদল নেতা হৃদয় হোসেন গোলজার তার সহযোগীদের নিয়ে সেখানে হাজির হন।

দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় হান্নানের পরিবারের ৬জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে গোলজার ও তার সহযোগীরা। এ ঘটনায় ওই রাতেই হান্নানের ভাই জিল্লুর রহমান বাদী হয়ে গোলজারসহ ৫ জনের নামে গাবতলী মডেল থানায় মামলা দায়ের করেন।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ঘটনার পর থেকেই গোলজার ও তার সহযোগীরা পলাতক রয়েছেন। এ মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

মেসেঞ্জার/আলমগীর/তুষার