ঢাকা,  বৃহস্পতিবার
২৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

সাভার গো-প্রজনন কেন্দ্রের মাঠ থেকে শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক (সাভার)

প্রকাশিত: ২২:০০, ২২ জানুয়ারি ২০২৫

সাভার গো-প্রজনন কেন্দ্রের মাঠ থেকে শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার

ছবি : মেসেঞ্জার

ঢাকার সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের খোলা মাঠ থেকে মাহফুজুর রহমান রাজু (৪৩) নামে এক শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) বিকালে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিকী।

নিহত মাহফুজ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পূর্বচৈতা গ্রামের আতাহার শিকদারের ছেলে। তিনি সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের প্রাণী পুষ্টি প্রকল্পের অনিয়মিত শ্রমিক হিসেবে কাজ করতেন। পাশাপাশি তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে চায়ের দোকান করতেন।

নিহতের ভাগনে গোলাম সরোয়ার বলেন, আজ সকালে মো. মিলন নামের এক ব্যক্তি বাসায় জানিয়েছিলেন যে মামা অসুস্থ। পরে মিলনকে আবার কল দিলে তিনি জানান যে রাজু আর নেই।

মো. মিলন বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটে একটি খাবার দোকানে কাজ করি। রাজুর সঙ্গে একই বাসায় থাকি। রাতে কাজ শেষে সে আর ফেরেনি। ভোরের দিকে ভাবি (রাজুর স্ত্রী) কল দিয়ে জিজ্ঞেস করে রাজু কই। সকালে ডেইরি ফার্মে এসে খোঁজাখুঁজি করি। একজন লোক আমারে বলে মাঠে একজন লোক পইড়া আছে। সেখানে গিয়া দেখি ২০ থেকে ২৫ জন লোক জড়ো হইয়া আছে। ভাবি আবার কল দিলে তারে বিষয়টা জানাই।

রাজুর সহকর্মী ইসমাইল হোসেন বলেন, রাজু ভাই ও আমি দুজনেই কৃষি শাখায় কাজ করি। পানির পাম্পে কাজ শেষে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ভাইকে বাসায় যাবে কি না জিজ্ঞেস করলে তিনি হাত-মুখ ধুয়ে, পান খেয়ে এরপর বাসায় যাবেন বলে জানান। সকালে খবর পাই তাকে হত্যা করা হয়েছে।

কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক মো. মনিরুল ইসলাম বলেন, মাহফুজ হোসেন ওরফে রাজু প্রাণী পুষ্টি প্রকল্পের অনিয়মিত শ্রমিক হিসেবে কাজ করতেন। গতকাল দুপুরে কাজে যোগ দেন। সন্ধ্যায় কর্মস্থল থেকে ফেরার সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে হত্যা করেছে। আজ সকাল সাড়ে সাতটার দিকে বিষয়টি জানার পর আশুলিয়া থানা পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম সিদ্দিকী বলেন, ডেইরি ফার্মের পেছন দিকের একটি পানির পাম্প বন্ধ করে সন্ধ্যা সাতটার দিকে প্রতিষ্ঠানের মূল অংশের দিকে ফিরছিলেন রাজু। ফেরার পথে গলার ডান দিকে ছুরিকাঘাত করায় তিনি মারা যান। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মেসেঞ্জার/নোমান/তুষার