ঢাকা,  বৃহস্পতিবার
২৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

হাতিয়ায় ১৪টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষতি 

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 

প্রকাশিত: ১২:০৩, ২৩ জানুয়ারি ২০২৫

হাতিয়ায় ১৪টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষতি 

ছবি: মেসেঞ্জার

নোয়াখালী হাতিয়ায় আগুনে পুড়ে ছাঁই হয়েছে ১৪টি দোকান। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) রাত ১২টার দিকে হাতিয়ার পুরাতন ও ঐতিহ্যবাহী আফাজিয়া বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, আফাজিয়া বাজারের উত্তর পাশে একটি মুদি দোকানের গোডাউন থেকে সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হয়েছে। গভীর রাত হওয়ায় মানুষজন চেষ্ঠা করে ও আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি। প্রায় তিন ঘন্টা ব্যাপি ছিল আগুনের এই তান্ডব। পরে হাতিয়া ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন কিছুটা নিয়ন্ত্রন করে।

আফাজিয়া বাজারের ব্যবসায়ী সাখাওয়াত হোসেন জানান, আগুনে তিনটি চা দোকান, মুদি দোকান দুটি, কসমেটিক্স দোকান একটি, ফার্মেসী একটি , জ্বালানি তৈলের দোকান একটি, ফার্নিসার দোকান দুটি, সেলুন দোকান দুটি ও মুদি দোকানের মালামালের গোডাউন দুটি সহ ১৪টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে।

বাবুল স্টোরের মালিক সুজন দেবনাথ জানান, তিনি অমৃত কোম্পানীর হাতিয়ার এজেন্ট। তার দোকোনের পাশে মুদিদোকানের মালামালের গোডাউন ছিল। তাতে প্রায় কোটি টাকা মূল্যের বিড়ি, সোয়াবিন তৈল, সরিষার তৈল ও অমৃত কোম্পানীর কনজুমার আইটেম ছিল। এসব পণ্য পুড়ে একেবারে ছাঁই হয়ে গেছে।

হাতিয়া ফায়ার সার্ভিস এর স্টেশন কমান্ডর জসিম উদ্দিন জানান, বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হয়েছে। প্রায় দুই ঘন্টা চেষ্ঠা করে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এতে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

মেসেঞ্জার/জিল্লুর/জেআরটি