ঢাকা,  বৃহস্পতিবার
২৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

পটিয়ায় হাত-পা ও মুখ বাঁধা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ১৭:৫৩, ২৩ জানুয়ারি ২০২৫

পটিয়ায় হাত-পা ও মুখ বাঁধা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ছবি : মেসেঞ্জার

চট্টগ্রামের পটিয়ায় বেল্ট দিয়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার কচুয়াই ইউনিয়নের আজিমপুর এলাকায় সড়কের পাশে বিলের মধ্যে লাশটি পাওয়া যায়। স্থানীয়রা সকালে বিলের মধ্যে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এ ব্যক্তির লাশটি দেখতে পেয়ে পুলিশকে জানালে তাৎক্ষণিক পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুরসহ পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত চট্টগ্রাম পুলিশ সুপার ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ঘটনাস্থলে আসছেন বলে জানা যায়।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ধারণা করা হচ্ছে এ ব্যক্তিকে অন্য কোন স্থানে হত্যা করে এখানে লাশ ফেলে দেয়া হয়েছে। এ বিষয়ে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধতন কর্মকর্তাসহ চট্টগ্রাম থেকে পুলিশের সিআইডি সদস্যরা আসবেন। ঘটনা তদন্তের মাধ্যমে ক্ল্যু উদ্ধার করা হবে।

মেসেঞ্জার/রানা/তুষার