ঢাকা,  বৃহস্পতিবার
২৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য মেলা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪২, ২৩ জানুয়ারি ২০২৫

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য মেলা অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

নাটোরে নলডাঙ্গায়  দুই দিন ব্যাপী বিজ্ঞান ও তারুণ্য মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ ও দুই দিনব্যাপী ‘বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং তারুণ্য মেলা’র আয়োজন করে নলডাঙ্গা উপজেলা প্রশাসন। নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে ২২ ও ২৩ জানুয়ারি এই মেলা অনুষ্ঠিত হয়।

বুধবার ২২ জানুয়ারি এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলায় ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়ে তাদের উদ্ভাবিত প্রযুক্তিসমূহ প্রদর্শন করে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মেলার সমাপনী দিনে নলডাঙ্গা উপজেলা পরিষদের মেলা প্রাঙ্গণে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রেদুয়ানুল হালিম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নলডাঙ্গা পৌরসভার পৌর প্রশাসক মো. আশিকুর রহমান। উপজেলা কৃষি অফিসার মো. কিশোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী অনুপ কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) মো. হাসিবুল হাসান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. সাইদুর রহমান, উপজেলা বিআরডিবি অফিসার মো. মোস্তফা সারওয়ার শাহীন, উপজেলা ইউডিএফ অফিসার আশরাফুল সিদ্দিকী, উপজেলা ছাত্র বৈষম্য সংগঠনের মো. কাজী আসিকুর রহমান আসিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং তারুণ্য মেলা ও বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা।

মেসেঞ্জার/আরিফুল/তুষার