ঢাকা,  শুক্রবার
২৪ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

থানচিতে এসবিএম ইটভাটাকে ৩ লক্ষ টাকা জরিমানা

থানচি (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৯, ২৩ জানুয়ারি ২০২৫

থানচিতে এসবিএম ইটভাটাকে ৩ লক্ষ টাকা জরিমানা

ছবি : মেসেঞ্জার

লাইসেন্সবিহীন ও পরিবেশ ছাড়পত্র না থাকায় বান্দরবানের থানচিতে অভিযান চালিয়ে এসবিএম ইটভাটা ভেঙে দেওয়া হলে এক সপ্তাহ না পেরোতেই আবারও ভাটার কার্যক্রম শুরু করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ লক্ষ টাকা জরিমানা এবং ৫৫০ ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে সদর ইউনিয়নের উষামং হেডম্যান পাড়া এলাকায় সাংগু ব্রিক্সফিল্ড (এসবিএম) নামক ইটভাটার বিরুদ্ধে বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান করে। এই অভিযানে প্রায় ১০ লক্ষাধিক প্রস্তুত কাঁচা ইট, ১ লক্ষাধিক পোঁড়া ইট পানি দিয়ে নষ্ট করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী, পরিবেশ অধিদপ্তরে সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান টগর উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাকিব হাসান চৌধুরী বলেন, দেশের উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে ইটভাটায় কার্যক্রম পরিচালনা করা বন্ধ করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এলাকার জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

মেসেঞ্জার/চিংথোয়াই/তুষার

আরো পড়ুন