ছবি : মেসেঞ্জার
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়ে লক্ষ্মীপুরের দুই হোটেল মালিককে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানার নেতৃত্বে সদর উপজেলার মান্দারী বাজারে অভিযান পরিচালনা করা হয়। পরে দুই হোটেল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বাজার পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা। অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের প্রমাণ পাওয়ায় হোটেল আল মদিনার স্বত্ত্বাধিকারী মো. শুভকে ১০ হাজার ও কিবরিয়া মিষ্টান্ন ভান্ডার এন্ড হোটেল এর স্বত্ত্বাধিকারী মো. কিবরিয়াকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা জানান, ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
নাগরিকদের খাবারের মান নিয়ে কোনো আপস নয়, এমন প্রত্যাশা নিয়ে স্থানীয়রা ভ্রাম্যমাণ আদালতের এ কার্যক্রমের প্রশংসা করেছেন।
মেসেঞ্জার/শিবলু/তুষার