ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

শান্তিগঞ্জে উদ্ধারকৃত মৃত ব্যক্তির পরিচয় মেলেনি এখনো

দ্বিপাল ভট্টাচার্য্য, সুনামগঞ্জ

প্রকাশিত: ১৬:০৮, ২৫ জানুয়ারি ২০২৫

শান্তিগঞ্জে উদ্ধারকৃত মৃত ব্যক্তির পরিচয় মেলেনি এখনো

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জের হাওর থেকে উদ্ধার করা মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টা ৩০ ঘটিকায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানাধীন ১নং শিমুলবাক ইউনিয়নের মুরাদপুর গ্রামের তেরবজান হাওরের একটি ধানক্ষেত সংলগ্ন ছোট ডোবায় একটি অজ্ঞাতনামা পুরুষের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি  থানা পুলিশকে অবহিত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল থেকেই স্থানীয়দের সহায়তায় মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করে পুলিশ। কিন্তু এখন পর্যন্ত পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। এদিকে এক  মরদেহের সঠিক পরিচয় উদঘাটনের জন্য শান্তিগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে সকলের সহায়তা কামনা করা হচ্ছে।

শান্তিগঞ্জ পুলিশ বিবৃতিতে জানায়, ‘যদি কেউ উক্ত মরদেহটির পরিচয় সম্পর্কে কোনো তথ্য বা সূত্র জানেন, অনুগ্রহ করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জের মোবাইল নম্বরে (০১৩২০-১২১০৭৬) বা পুলিশ সুপার কার্যালয়ে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে।’

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আকরাম আলী জানান, আমরা উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছি কিন্তু শনাক্ত করতে পারি নাই। উদ্ধারকৃত লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা আছে।

মেসেঞ্জার/তুষার