ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

দোয়ারাবাজারে ১২১ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৭, ২৫ জানুয়ারি ২০২৫

দোয়ারাবাজারে ১২১ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

সুনামগঞ্জের দোয়ারাবাজারে অভিযান চালিয়ে জয়নাল (৩৫) নামে এক পেশাদার মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। গ্রেপ্তারকৃত জয়নাল ছাতক উপজেলার দক্ষিণ বড়কাপন গ্রামের সুরুজ আলীর পুত্র।

দোয়ারাবাজার থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার একটি টিম পান্ডারগাঁও নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে জয়নালের কাছ থেকে ১২১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন দোয়ারাবাজার থানার এসআই মো. মিজানুর রহমান। এ সময় এএসআই আশরাফ খান এবং সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক। তিনি জানান, গ্রেপ্তারকৃত জয়নালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে। তার বিরুদ্ধে আরো সাতটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

মেসেঞ্জার/আশিস/তুষার