ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

শ্রীমঙ্গলে ট্রাফিক সপ্তাহ শুরু

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

প্রকাশিত: ১৮:২৮, ২৬ জানুয়ারি ২০২৫

শ্রীমঙ্গলে ট্রাফিক সপ্তাহ শুরু

ছবি : মেসেঞ্জার

‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ এই প্রতিপাদ্য নিয়ে আজ শ্রীমঙ্গলে ট্রাফিক সপ্তাহ - ২০২৫ শুরু হয়েছে।

ট্রাফিক সপ্তাহ উপলক্ষে রোববার (২৬ জানুয়ারি) সকাল ১১ টায় শ্রীমঙ্গল থানা ভবন থেকে ট্রাফিক সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম সেলিম।

শোভাযাত্রা শেষে  উপস্থিত অতিথিগণ, সাধারণ জনগণ এবং যানবাহন চালকদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর হাসান আল মামুন, নীহার রঞ্জন সিংহ, এস এম জালাল উদ্দিন ভুইয়া, ট্রাফিক সার্জেন্ট ঝন্টু বৈদ্য, জয়ন্ত চন্দ্র দাসসহ থানা ও ট্রাফিক বিভাগের সকল অফিসার ও ফোর্স।

মেসেঞ্জার/তুষার