ছবি : মেসেঞ্জার
বান্দরবানের রোয়াংছড়িতে ‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল’ সম্প্রীতির মিছিলে ‘ক্রীড়ার ঐতিহ্য ফিরে আসুক বান্দরবানে’ এই শ্লোগানকে ধারণ করে সম্মিলিত বান্দরবান ক্রীড়া পরিষদের উদ্যোগে রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১০ টার সময় উপজেলা ভিত্তিক ভলিবল টুর্নামেন্ট' ২০২৫ দ্বিতীয় পর্বের খেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
উপজেলা শিশু পার্ক মাঠে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রোয়াংছড়ি সাব জোনে কমান্ডার মেজর এস.এম. ইয়াসিন আজিজ।
এ সময় অন্যদের মধ্যে রোয়াংছড়ি প্রেসক্লাবের সভাপতি চহ্লামং মারমা, সদস্য সচিব রাজেস দাস, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মংপু মাস্টার, রোয়াংছড়ি উপজেলা দুদক কমিটি’র সভাপতি লাল রাম কাপ বমসহ ক্রীড়া পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
এই টুর্নামেন্টে ৭টি উপজেলার মোট ১১টি দল অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারীদের নাম হচ্ছেন ইয়াং স্টার ক্লাব বনাম নাজারেক ইয়ং স্টার ক্লাব, লাইমি পাড়া রাইজিং স্পোটিং ক্লাব বনাম টিম বকাস রাজার মাঠ, ইয়াং স্টার ক্লাব বনাম রোয়াংছড়ি একাদ্বশ, নাজারেক ইয়ং স্টার ক্লাব বনাম লাইমি পাড়া রাইজিং স্টার, টিম বকাস রাজার মাঠ বনাম রোয়াংছড়ি একাদ্বশ, ইয়াং স্টার ক্লাব বনাম লাইমি পাড়া রাইজিং স্টার, নাজারেক ইয়ং স্টার ক্লাব বনাম রোয়াংছড়ি একাদ্বশ, টিম বকাস রাজার মাঠ বনাম ইয়াং স্টার ক্লাব, নাজারেক ইয়ং স্টার ক্লাব বনাম টিম বকাস রাজার মাঠ, লাইমি পাড়া রাইজিং স্পোটিং ক্লাব বনাম রোয়াংছড়ি একাদ্বশ, কোয়ালিফাই রাউন্ড পয়েন্ট টেবিলে শীর্ষে থাকার দুই টিম ফাইনাল রাউন্ড (নক আউট) পর্বে অংশগ্রহণ করবে।
আগামী ২৮ জানুয়ারি এই টুর্নামেন্টের সমাপনী খেলা অনুষ্ঠিত হবে বলে টুর্নামেন্ট আয়োজন কমিটির সদস্য সচিব রাজেশ দাশ জানিয়েছে।
মেসেঞ্জার/হ্লাছোহ্রী/তুষার