ঢাকা,  সোমবার
২৭ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

ঠাকুরগাঁওয়ে ভারতীয় ফেনসিডিল ও মোটরসাইকেলসহ আটক ১

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

প্রকাশিত: ২১:৫২, ২৬ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে ভারতীয় ফেনসিডিল ও মোটরসাইকেলসহ আটক ১

ছবি : মেসেঞ্জার

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার গেরুয়া ডাঙ্গী এলাকায় ভারতীয় ফেনসিডিল ও মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টায় ৫০ বিজিবি আওতাধীন ডাবরী বিওপির সদস্যরা এই অভিযান চালান। সীমান্তের মেইন পিলার ৩৬৯ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ১০ বোতল ভারতীয় ফেনসিডিল এবং একটি হিরো গ্লামার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযুক্ত ব্যক্তিকে আটক করে বিজিবি হেফাজতে নেওয়া হয়েছে।

আটককৃত ব্যক্তির নাম মো. আজিরুল (৪৯)। তিনি হরিপুর উপজেলার বেলডাঙি গ্রামের মৃত জমসের আলির ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিল ও মোটরসাইকেলসহ আসামিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে মাদক পাচারে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, আটককৃত ব্যক্তিকে হরিপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচারের প্রবণতা কমানোর জন্য বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে এই অভিযানটি সফলভাবে পরিচালিত হয়েছে। বিজিবি সদস্যদের এই পদক্ষেপকে স্থানীয়রা স্বাগত জানিয়ে বলেছেন, মাদক চক্রের বিরুদ্ধে এমন কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

মাদক পাচার বন্ধে সীমান্ত এলাকাগুলোতে আরও কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

মেসেঞ্জার/আরিফ/তুষার