ঢাকা,  সোমবার
২৭ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

জানাযায় যাওয়ার সময় বাস চাপায় নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৮, ২৬ জানুয়ারি ২০২৫

জানাযায় যাওয়ার সময় বাস চাপায় নিহত ২

ছবি : সংগৃহীত

জানাযা নামাজে যাওয়ার সময় সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস চাপায় শিক্ষকসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় অটোভ্যান যাত্রীর ৩ জন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২৬ জানুয়ারি) বিকালের দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী রহিজুল ইসলাম (৫০) ও বগুড়া জেলার শেরপুর উপজেলার ধনকুন্ঠি গ্রামের মনছের আলীর ছেলে অটোভ্যান চালক সাহেব আলী (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে অটোভ্যান যোগে জানাযা নামাজে যাচ্ছিলেন তারা। উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে বগুড়াগামী শাহ ফতেহ আলী বাস চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোভ্যানে থাকা চালকসহ ৪ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫ টার দিকে শিক্ষক রইজুল ও ভ্যানচালক সাহেব আলী মারা যান।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এসব তথ্য নিশ্চিত করে জানান, বাস ও অটো ভ্যানের দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পৌছার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া পাঠায়। পরে বিকালে খবর পেয়েছি ৪ জন আহতদের মধ্যে দুইজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

মেসেঞ্জার/রাসেল/তুষার