ঢাকা,  সোমবার
২৭ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

মুন্সিগঞ্জের শ্রীনগরে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৯, ২৬ জানুয়ারি ২০২৫

মুন্সিগঞ্জের শ্রীনগরে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ছবির ক্যাপশন: মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলনের ছবিটি রবিবার দুপুরে তোলা - টিডিএম।

মুন্সিগঞ্জের শ্রীনগরের শারীরিকভাবে অসুস্থ বৃদ্ধ, সাবেক এক ইউপি সদস্যকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।

রোববার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার উত্তর কামারগাঁও এলাকার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জানান, মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হয়রানি করা হচ্ছে ভুক্তভোগী সাবেক ইউপি সদস্যসহ তার পরিবারের সদস্যদের। ফলে এসব ঘটনায় পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান, ভাগ্যকুল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য আব্দুল সামাদ।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, গত ৪ আগস্ট মুন্সিগঞ্জ সদরে ছাত্র আন্দোলনের ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত না থাকা সত্ত্বেও প্রায় সাড়ে চার মাস পর গত ০৯ ডিসেম্বর সদর থানায় হয়রানির উদ্দেশ্যে স্থানীয় একটি মহলের যোগসাজশে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাঁকে। ফলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন।

তিনি একই সাথে মিথ্যা মামলা থেকে চিকিৎসাধীন ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য আব্দুল সামাদকে তদন্ত সাপেক্ষে মামলা থেকে অব্যাহতি দেয়ার অনুরোধ জানান সংবাদ সম্মেলনে।

উল্লেখ্য, ঘটনার ৪ মাস পর গত ৯ ডিসেম্বর মুন্সিগঞ্জ সদর থানায় আব্দুল্লাহ আল নোমান নামের এক ব্যক্তি তার ফুফাতো ভাই শাহাদাৎ হোসাইনকে হত্যাচেষ্টার অভিযোগে ১১৭ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাত আরও ১৫০-২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় ১১১ নাম্বার আসামি করা হয় শ্রীনগর থানার সাবেক ইউপি সদস্য আব্দুল সামাদকে।

মেসেঞ্জার/শুভ/তুষার