ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

শ্রীমঙ্গলে মসলার উন্নতজাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২ দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শুরু

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

প্রকাশিত: ১৭:০৫, ২৭ জানুয়ারি ২০২৫

শ্রীমঙ্গলে মসলার উন্নতজাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২ দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শুরু

ছবি : মেসেঞ্জার

শ্রীমঙ্গলে মসলার উন্নতজাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২ দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০ টায় শ্রীমঙ্গল কৃষি অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে স্থানীয় কৃষি বিভাগের আয়োজনে ২ দিনব্যাপী এই প্রশিক্ষণ শুরু হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামসুদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার আব্দুল মান্নান।

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর।

প্রশিক্ষণে উপজেলার ৯ ইউনিয়নের ৬০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪০ জন কৃষক ও ২০ জন কৃষাণী অংশ নেন।

মেসেঞ্জার/তুষার