ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

চেহারা নয়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে নওগাঁয় পর্দানশীন নারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৭, ২৭ জানুয়ারি ২০২৫

চেহারা নয়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে নওগাঁয় পর্দানশীন নারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ছবি : মেসেঞ্জার

জাতীয় পরিচয় পত্রের ক্ষেত্রে চেহারার সাথে ছবি মিলিয়ে পরিচয় যাচাই না করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে মানববন্ধন করেছে নওগা জেলা পর্দানশীন নারী সমাজ নামে একটি সংগঠন। সোমবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে দশ ঘটিকায় শহরে মুক্তির মোড় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে পর্দানশীন নারীদের প্রতিনিধিরা বলেন, গত ১৬ বছর যাবত অসংখ্য পর্দানশীন নারীর জাতীয় পরিচয় পত্র আটকে রাখা হয়েছে। শিক্ষা ক্ষেত্রে করা হয়েছে বঞ্চিত। পরিচয় যাচাইয়ে জোর করে বেগানা পুরুষের সামনে পর্দানশীন নারীদের চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে। চেহারার বদলে তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের জোর দাবি জানান।

পর্দানশীন নারীদের প্রতিনিধি মানববন্ধনে ৩টি দাবি তুলে ধরেন, দাবিগুলো- বিগত ১৬ বছর যেসব নির্বাচন কর্মকর্তা পর্দানশীন নারীদের জাতীয় পরিচয়পত্র আটকে রেখেছে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে, পর্দানশীন নারীদের ধর্মীয় ও প্রাইভেসি অধিকার অক্ষুন্ন রেখে জাতীয় পরিচয়পত্র প্রদান করতে হবে এবং পর্দানশীন নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেয়ার সময় পুরুষ নয়, নারী সহকারী বাধ্যতামূলক রাখার দাবিও জানান।

মানববন্ধন শেষে জেলা নির্বাচন অফিসার ও শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

মেসেঞ্জার/বেলায়েত/তুষার