
ছবি : মেসেঞ্জার
পূর্ব বিরোধের জের ধরে ঝিনাইদহের হরিণাকুন্ডুু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের রায়পাড়া ভাতুড়িয়া গ্রামের মো. রিফাত হোসেন (২৬) কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৭ জানুয়াির) গভীর রাতে তার বাড়ির সামনে এই ঘটনা ঘটায় সন্ত্রাসীরা। পরে তার অত্মচিৎকারে আশপাশের সবাই দৌড়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং রিফাতকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে রিফাতের বড়ভাই নিঝুম রেজা রিপন বাদি হয়ে মঙ্গলবার হরিণাকুন্ডু থানায় ৮জনের নাম উল্লেখ করে এবং ৭/৮জন অজ্ঞাতসহ মোট ১৫জনের নামে এজাহার দাখিল করেছেন। রিফাত হোসেন গুড়পাড়া ভাতুড়িয়া গ্রামের আব্দুল খালেকের সন্তান।
অভিযোগের সূত্রে জানা যায়, সোমবার রাতে কয়েকজন উৎশৃঙ্খ যুবক রিফাতের বাড়ির সামনে এসে মোটরসাইকেলে উচ্চ শব্দ করে বিরক্ত করতে থাকে। সেসময় রিফাত নিষেধ করতে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এই ঘটনার কিছুক্ষণ পরে একই গ্রামের বদর উদ্দিন বুদোর ছেলে মো. ইসরাফিল (৪৫), মো. ইসরাফিল এর ছেলে মো. আলামিন হোসেন (২২) ও মো. ইয়ামিন (২০), মুসা হোসেনের ছেলে মো. সামাদ হোসেন (২৩), হাবু হোসেনের ছেলে রয়েল হোসেন (২১), ঝিনাইদহ সদর উপজেলার রাধানগর গ্রামের বাসিন্দা। এছাড়াও আজু মিস্ত্রীর ছেলে রাসেল হোসেন (২৩), শরিফুল ইসলাম’র ছেলে ইমরান হোসেন (১৯), মামুন হোসেন’র ছেলে মো. রাকিব হোসেন (২০) সহ অজ্ঞাত আরও ৭/৮ জন লাঠি সোটা, দা-সাবল, কাস্তেসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে রিফাতের বাড়িতে হামলা চালায় এবং রিফাতকে মারধর করে রক্তাক্ত জখম করে। তাকে ঠেকাতে গিয়ে আরও বেশ কয়েকজন আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ খান জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মেসেঞ্জার/শাহজাহান/তুষার