ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এণ্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

প্রকাশিত: ১৭:১১, ২৯ জানুয়ারি ২০২৫

মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এণ্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ছবি : মেসেঞ্জার

মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এণ্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর শুভ উদ্বোধন হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১ টায় স্কুল ক্যাম্পাসে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেনাজ ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন কালেক্টরেট স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন মাসুদ।

প্রসঙ্গত, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ক্রীড়ায় ৭টি ইভেন্ট ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৬টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত দিনে অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রতিযোগিতা ও যেমন খুশি সাজো প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

মেসেঞ্জার/তুষার