![চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, বন্দরের দুই কর্মচারী চাকরিচ্যুত চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, বন্দরের দুই কর্মচারী চাকরিচ্যুত](https://www.dailymessenger.net/media/imgAll/2024February/62-2501291539.jpg)
ছবি : সংগৃহীত
চাকরি দেওয়ার প্রলোভনে বিভিন্ন চাকরি প্রত্যাশী থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বন্দরের দুই কর্মচারীকে চাকরিচ্যুত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) পরিচালক প্রশাসন স্বাক্ষরিত পৃথক দপ্তরাদেশে বিষয়টি জানানো হয়।
চাকরি থেকে অপসারণ প্রাপ্তরা হলেন, রবিউল হাসান চট্টগ্রাম বন্দরের বিদ্যুৎ বিভাগের নিম্নমান সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে কর্মরত ছিলেন। অপরজন শিমুল নাথ চট্টগ্রাম বন্দরের যান্ত্রিক বিভাগের ইসিএম চালক পদে কর্মরত ছিলেন।
পৃথক দপ্তরাদেশে জানানো হয়, তারা চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে বন্দর কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। এছাড়া চাকরি প্রত্যাশীদের সঙ্গে প্রতারণা করেছেন। এসব অভিযোগে বন্দরের প্রবিধানমালা অনুযায়ী তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরে তাদের বিরুদ্ধে অভিযুক্ত তদন্তে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। বন্দরের প্রবিধানমালা অনুযায়ী সকল কার্যসম্পাদনের পরে তাদের বিরুদ্ধে অসদাচরণ, দুর্নীতি পরায়ণতা ও প্রতারণার অভিযোগ গুরুদন্ডযোগ্য অপরাধ বলে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের চাকরি থেকে অপসারণ করা হয়।
মেসেঞ্জার/সাখাওয়াত/তুষার