ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

চাটমোহরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৭, ৩০ জানুয়ারি ২০২৫

চাটমোহরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

ছবি: মেসেঞ্জার

পাবনার চাটমোহর-হাটিকুমরুল সড়ক সংস্কারের কাজ ফেলে রেখে পালিয়ে গেছে ঠিকাদার। রাস্তাটি এখন একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী লাখো মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিদিন। এতে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। এরই প্রতিবাদে এবং রাস্তাটি দ্রুত সংস্কারের দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার জারদিস মোড় এলাকায় মানববন্ধন করেছে এলাকার সাধারণ মানুষ। ঘন্টাব্যাপি এই মানববন্ধনে যানবাহন চালক থেকে শুরু করে সকল শ্রেণি পেশার হাজারো মানুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বিএনপি নেতা অধ্যক্ষ আব্দুর রহিম কালু, এএম জাকারিয়া, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক মাসুদ রানা, শেখ জাবের আল শিহাব, ফয়সাল কবির প্রমুখ।

বক্তারা বলেন, চাটমোহর থেকে দেশের বিভিন্ন এলাকায় দ্রুত সময়ের মধ্যে যাওয়ার অন্যতম এই সড়কটি দীর্ঘদিন বেহাল হয়ে থাকলেও চলাচল করা যেত। এখন পুরোপুরি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি। ঠিকাদার সংস্কার কাজ ফেলে রেখে পালিয়ে গেছে। ধূলোর আস্তরণে ঢাকা পড়ছে ঘরবাড়ি ও গাছপালা। অসুস্থ হচ্ছে চলাচলকারী মানুষ। ভোগান্তি বেড়েছে লাখো মানুষের। আগামী ৭ দিনের মধ্যে কাজ শুরু না করলে সড়ক ও জনপদ বিভাগের জেলা অফিস ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন তারা।

 

মেসেঞ্জার/তালুকদার/জেআরটি