ঢাকা,  বৃহস্পতিবার
১৩ মার্চ ২০২৫

The Daily Messenger

চকরিয়ায় হারবাং রেল স্টেশনটি চালু চাই স্থানীয়রা

চকরিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০২, ৩০ জানুয়ারি ২০২৫

চকরিয়ায় হারবাং রেল স্টেশনটি চালু চাই স্থানীয়রা

ছবি: মেসেঞ্জার

কক্সবাজার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের রেল স্টেশনটি দ্রুত সময়ে চালু চাই স্থানীয় জনগণ। চট্রগ্রাম-কক্সবাজার রেললাইন চালু হলেও চকরিয়া উপজেলার হারবাং রেল স্টেশনটি চালু হয় নাই। সরকার রেল স্টেশনে টিকেট কাউন্টার ও যাত্রী বসার জন্য রেস্ট হাউজ নির্মাণ করার পরও হারবাং রেল স্টেশনে ট্রেন দাঁড়ায় না কেন এটা নিয়ে জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে। 

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, হারবাং রেল স্টেশনটি চালু হলে কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ সুবিধা ভোগ করতে। অর্থাৎ রেল স্টেশনটি চালু না থাকায় ট্রেন স্টপেজ হয় না ফলে হারবাং রেল স্টেশন থেকে কোন মানুষ যাতায়াতের সুযোগ-সুবিধা ভোগ করতে পারে না।

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অব এসোসিয়েশন অব চকরিয়ার আহবায়ক সাখাওয়াত হোসেন শিপন বলেন, আমাদের বহুল প্রত্যাশিত চট্টগ্রাম -কক্সবাজার রেললাইন চালু হলেও আমরা হারাবং বাসী রেল যোগাযোগে সুবিধা থেকে বঞ্চিত। এই অঞ্চলে লক্ষাধিক মানুষের বসবাস হলে নির্মিত টিকেট কাউন্টার থাকলেও চালু না থাকায় মানুষ যাতায়াত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। 

তিনি আরো বলেন, হারবাং রেল স্টেশনে টিকেট কাউন্টার চালু করার জন্য গতকাল বুধবার বিক্ষোভ আয়োজন করে আমাদের দাবিগুলো রেলকতৃপক্ষকে জানানো হয়েছে। দাবিগুলো পূরণ না হলে কঠোর আন্দোলন করা হবে। হারবাং স্টেশন মাষ্টারের সাথে মোবাইলের সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই।

মেসেঞ্জার/রিদুয়ান/জেআরটি