ঢাকা,  শুক্রবার
২১ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

ফরিদপুরে স্কুলছাত্রীকে ইভটিজিং এর প্রতিবাদ করায় বাবাকে মারধর, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:৫৮, ৩০ জানুয়ারি ২০২৫

ফরিদপুরে স্কুলছাত্রীকে ইভটিজিং এর প্রতিবাদ করায় বাবাকে মারধর, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ছবি : মেসেঞ্জার

ফরিদপুরের মধুখালীতে বাগাট বালিকা উচ্চ বিদ্যালয়ের এক এসএসসি শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে ইভটিজিং ও কুপ্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার যুবক ফারদিন (২২)। এক পর্যায়ে শিক্ষার্থী নিজেই প্রতিবাদ জানালে সে আরও বেপরোয়া হয়ে ওঠে।

পরে শিক্ষার্থী বিষয়টি তার বাবাকে জানান। বাবা অভিযুক্ত যুবককে এ ধরনের আচরণ থেকে বিরত থাকতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে ফারদিন ও তার সহযোগীরা মঙ্গলবার (২৮ জানুয়ারি) বাগাট বাজার এলাকায় ওই শিক্ষার্থীর বাবার ওপর হামলা চালিয়ে মারধর করেন।

ঘটনাটি ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে বাগাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট বাজারে মানববন্ধন করেন। মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা দ্রুত অভিযুক্ত যুবককে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মেসেঞ্জার/নাজিম/তুষার

আরো পড়ুন