ঢাকা,  শনিবার
০১ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

ইজতেমায় দুই দিনে তিন মুসল্লির মৃত্যু

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১১:২৫, ১ ফেব্রুয়ারি ২০২৫

ইজতেমায় দুই দিনে তিন মুসল্লির মৃত্যু

ছবি : সংগৃহীত

বিশ্ব ইজতেমায় শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত মোট তিন মুসল্লি মৃত্যুবরণ করেছেন। শুক্রবার দিবাগত রাতে এক মুসল্লি মৃত্যুবরণ করেন। তার নাম ইয়াকুব আলী (৬০)। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল থানার রাগবপুর গ্রামের মৃত নওয়াব উল্লার ছেলে।

শুরায়ি নেজাম, তাবলিগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে তার খিত্তায় অসুস্থ হয়ে ইয়াকুব আলী মৃত্যুবরণ করেন। ইজতেমা ময়দানে জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।

এর আগে শুক্রবার দুপুরের দিকে শেরপুর ৪৬নং খিত্তায় ইন্তেকাল করেন ছাবেদ আলী নামে এক মুসল্লি। এছাড়া এদিন সকাল সাড়ে দশটার দিকে খুলনা জেলার আব্দুল কুদ্দুস গাজী নামে আরেক মুসল্লি মৃত্যুবরণ করেন। এ নিয়ে বিশ্ব ইজতেমায় শনিবার সকাল পর্যন্ত তিনজন মুসল্লির মৃত্যু হয়েছে।

মেসেঞ্জার/তারেক