ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

হাজীগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায় ৭জনের বিরুদ্ধে মামলা, আটক ১

মহিউদ্দিন আল আজাদ, চাঁদপুর

প্রকাশিত: ১৮:১৯, ১ ফেব্রুয়ারি ২০২৫

হাজীগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায় ৭জনের বিরুদ্ধে মামলা, আটক ১

ছবি : মেসেঞ্জার

চাঁদপুরের হাজীগঞ্জে ধান রোপনকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালীদের পিটুনিতে সেলিম কবিরাজ (৪৫) নামে কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের গৌরশ্বের পশ্চিম পাড়া জামে মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। মৃত্যুর ঘটনার তথ্য নিশ্চিত করেন হাজীঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ফারুক।

সেলিম ওই গ্রামের কবিরাজ বাড়ীর আবুল কালাম কবিরাজের ছেলে। পেশায় কৃষক এবং ১ ছেলে ও ৩ কন্যা সন্তানের জনক।

এ ঘটনায় কৃষক নিহত কৃষক সেলিম কবিরাজের ছেলে সুমন হোসেন ১ জানুয়ারি বাদী হয়ে হাজীগঞ্জ থানায় ৭জনকে নামীয় ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে।

ময়নাতদন্ত শেষে শনিবার (১ জানুয়ারি) বাদ আছর জানাযা শেষে সেলিম কবিরাজকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ইমান হোসেন ও সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, কৃষক সেলিমের সাথে আজিজ কাজী ও জাহাঙ্গীর কবিরাজের সাথে গত বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে স্থানীয় মাঠে ধান রোপন নিয়ে কথা কাটাকাটি হয়। পরে ওই ঘটনা স্থানীয়রা ওইদিন রাতেই সমাধান করে দেয়। কিন্তু আজিজ কাজী ও জাহাঙ্গীর কবিরাজ প্রভাবশালী হওয়ার কারণে তাদের পক্ষ স্থানীয় আরো বেশকিছু লোক। তারা পরিকল্পনা করে জুমআর নামাজের পূর্বে মসজিদের পাশে লাঠিসোটা এনে রাখে। নামাজের পরেই সেলিমের ওপর হামলা করে। তাদের পিটুনিতে ঘটনাস্থলেই সেলিম মৃত্যুবরণ করে।

নিহত সেলিমের স্ত্রী বিলকিস বেগম ও মেয়ে শারমিন জানান, পরিকল্পনা করে স্থানীয় বাসিন্দা আলিজ্জামানের ছেলে চানমিয়া, আজিজ, তারা মিয়া ও নুরু মিয়া, আব্দুর রবের ছেলে আকবর, আনিস, আনিছের ছেলে জাহাঙ্গীর, রোশেদ, মেহেদী, মোতালেব কাজীর ছেলে রিয়াদ, খালেকের ছেলে নাছিরসহ প্রায় ৩০ জন হামলা করে সেলিমকে হত্যা করে।

কৃষক সেলিমের ছেলে সবুজ হোসেন জানান, ঘটনাস্থল থেকে তার বাবাকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ফারুক বলেন, কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায়, ঘটনাস্থল আমরা তদন্ত করেছি। এ ঘটনায় নুরু মিয়া প্রকাশ নুরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকে অভিযান চলছে।

মেসেঞ্জার/তুষার