
ছবি : মেসেঞ্জার
চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধ বালু বহনকারী দুটি বাল্কহেডসহ ৭ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্টগার্ড।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম ফজলুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১১ টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর সদর সংলগ্ন রনগোয়াল এলাকার মেঘনা নদীতে অবৈধ বাল্কহেড এবং ড্রেজার জব্দের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সরকারি বিধিনিষেধ অমান্য করে অবৈধ ভাবে বালু বহনকারী দুটি বাল্কহেডসহ ৭ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।
পরবর্তী জব্দকৃত বাল্কহেড এবং আটক দুষ্কৃতিকারীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয় বলে জানান এই কর্মকর্তা।
মেসেঞ্জার/আজাদ/তুষার