
ছবি : মেসেঞ্জার
ঝালকাঠির রাজাপুরে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হলো কনিকা মাহফুজ স্পেশালইজ্ড চক্ষু হাসপাতাল।
গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) উপজেলা শহরের টি.এন.টি সড়ক এলাকায় হাসপাতালের উদ্বোধন উপলক্ষে বাদ আসর এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চক্ষু হাসপাতালের আয়োজনে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড, হারুন অর রশিদ। দোয়া মোনাজাত পরিচালনা করেন নেছারাবাদ কামিল মাদরাসার বড় হুজুর হাফেজ মো. কামাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান ও ফাউন্ডার তানভীর রশিদ ও ভাইস চেয়ারম্যান তাকিউর রশিদ প্রমূখ।
চক্ষু হাসপাতালের সার্বক্ষণিক ডা. মো. মশিউর রহমান খান (মামুন) এমবিবিএস, এমপিএইচও ওফথালমোলোজি (ম্যানেজিং ডাইরেক্টর পরিচালক বলেন, বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত ১০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালে প্রতিদিন চক্ষু ও মাথাব্যাথা রোগী, চোখের ছানি পড়া, ঝাপসা দেখা, নেত্রনালীসহ চোখের যাবতীয় রোগের চিকিৎসা প্রদান করা হবে।
এছাড়া রেটিনা, গ্লুকোমা ও ফ্যাকো বিশেষজ্ঞরাও রোগী দেখবেন এবং অপারেশন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রেণিপেশার মানুষ, আলেম সুধী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মেসেঞ্জার/তুষার