ছবির ক্যাপশন: রাঙ্গুনিয়ায় গণসমাবেশে বক্তব্য দেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী। - টিডিএম।
বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, ‘বিএনপি সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি আসনে আমাদের প্রার্থী থাকবে৷ সামনের নির্বাচনে কোন ছাড় দেয়া হবে না। গত ১৬ বছরে অনেক পাতানো নির্বাচন দেখেছেন। এবার আর কোনো পাতানো নির্বাচন বাংলাদেশ দেখবে না৷’
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া কলেজ মাঠে তারেক রহমানের প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতে রূপরেখার ৩১ দফা বাস্তবায়নে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘রাঙ্গুনিয়ায় এসেছি, আপনাদের কাছে কিছু না কিছু চাইবো। আমার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী সবসময় বলতো, এই রাঙ্গুনিয়ার মানুষের কাছ থেকে অনেক কিছু পেয়েছি। অনেক ভালবাসা পেয়েছি, অনেক সম্মান পেয়েছি। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হিসেবে একটা জিনিস চাইবো। বিএনপির মধ্যে যেনো আর কোন গ্রুপিং না হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি পরিবার। পরিবারের সবাই যখন একসাথে থাকে, ততক্ষণ তারা মজবুত থাকে৷ আপনারা সকলেই একসাথে থাকবেন। তাহলেই রাঙ্গুনিয়া আসন থেকে বিএনপির একজন সদস্যকে সাংসদ হিসেবে পাবো।’
রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী।
প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সদস্য মুহাম্মদ শওকত আলী নূর। সদস্য অধ্যাপক মুহাম্মদ মহসিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী ইলিয়াছ সিকদার, খোরশেদ আলম, রাঙ্গুনিয়া পৌরসভার যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন শাহ, মো. মসিউদ্দৌলা, একতিয়ার হোসেন, ওয়াকিল আহমদ, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ ফজলুল হক মিনা, সাবেক পৌর মেয়র নুরুল আমিন তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. হোসেন, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আনছুর উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশফাকুল হক ফারুক, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু বক্কর প্রমুখ।
সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাকসুদুল হক চৌধুরী, উত্তরজেলা ছাত্রদলের সহ সভাপতি ফারুকুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হেলাল আহমদ।
হুম্মাম কাদের চৌধুরী আরও বলেন, বার বার করে একটা প্রশ্ন সাংবাদিকরা আমাকে করেন, ‘বলেন চৌধুরী সাহেব, ইলেকশন করবেন কোথা থেকে৷ রাউজান, রাঙ্গুনিয়া নাকি ফটিকছড়ি।’ আমার একটাই জবাব থাকে, আমি রাঙ্গুনিয়া থেকেই লড়তে চাই৷
আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশের সকল মানুষের কাছে পৌঁছে দেবেন। তাদেরকে জানাবেন, বিএনপি হাল ধরতে যাচ্ছেন। তারা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়, আপনাদের সকলের সাহায্য আমাদের প্রয়োজন।