ঢাকা,  রোববার
০২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

বগুড়ায় প্রেমে সাড়া না পেয়ে স্কুলছাত্রীকে অপহরণ

বগুড়া ব্যুরো

প্রকাশিত: ২১:১০, ১ ফেব্রুয়ারি ২০২৫

বগুড়ায় প্রেমে সাড়া না পেয়ে স্কুলছাত্রীকে অপহরণ

ছবি : সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় প্রেমে সাড়া না পেয়ে এক স্কুলছাত্রীকে ফাঁকা রাস্তা থেকে সিএনজি চালিত অটোরিকশায় অপহরণের অভিযোগে মামলা দায়ের হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) অপহৃত স্কুলছাত্রীর বাবা উপজেলার মহিশুরা গ্রামের আব্দুর রাজ্জাক বাদি হয়ে ৬ জনের বিরুদ্ধে থানায় এ মামলা দায়ের করেন। এই মামলার আসামিরা হলেন, উপজেলার চরখুকমিয়া গ্রামের ছরোয়ার্দীর ছেলে মিরাজুল ইসলাম (২২) সহ ৬জন।

মামলা সূত্রে জানা যায়, অপহৃত গোপালনগর ইউএকে উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াতের পথে মিরাজুল ইসলাম মেয়েটিকে প্রেম প্রস্তাব দেয়। কিন্ত মেয়েটি তার প্রেম প্রস্তাবে রাজী হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে মিরাজুল প্রায় মেয়েটিকে বিভিন্ন ভাবে উত্যক্ত করে। এ অবস্থায় মেয়েটি ৬ জানুয়ারি সকাল ১১টায় বাড়ি থেকে বিদ্যালয়ে রওনা হয়। পথিমধ্যে মহিশুরা দর্গা মাজার এলাকায় পৌছলে ফাঁকা রাস্তা থেকে মেয়েটিকে সিএনজি চালিত অটোরিকশায় তুলে অপহরণ করেছে মিরাজুল ও তার লোকজন। মেয়েটিকে ফিরে পেতে তার স্বজনরা মিরাজুলের সাথে একাধিকবার যোগাযোগ করে ব্যর্থ হয়ে অবশেষ থানায় মামলা দায়ের করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

মেসেঞ্জার/আলমগীর/তুষার