ঢাকা,  রোববার
০২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

ভারতের চ্যাপ্টার এখন শেষ, আর ভারতের কোন দাসত্ব করা যাবে না : জামায়াতের নায়েবে আমীর

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

প্রকাশিত: ২১:৩৮, ১ ফেব্রুয়ারি ২০২৫

ভারতের চ্যাপ্টার এখন শেষ, আর ভারতের কোন দাসত্ব করা যাবে না : জামায়াতের নায়েবে আমীর

ছবি : মেসেঞ্জার

ভারতের চ্যাপ্টার এবার শেষ, আর ভারতের কোন দাসত্ব করা যাবে না, আমরা স্বাধীন আমরা স্বাধীনভাবে চলতে চাই, আর বাংলাদেশ সিমান্তে ফেলানীর লাশের মত ঝুলিয়ে থাকা অবস্থায় দেখতে চাইনা বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

তিনি শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের পৌরউদ্যানে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের মানুষ অনেকের ক্ষমতা দেখেছে কিন্তু জামায়াতে ইসলামির ক্ষমতা দেখে নাই। মানুষ এখন মুখে মুখে বলছে জামায়াত এবার জয়ী হবে। ৫ আগষ্টের মতো একটা মিরাকেল হয়েও যেতে পারে যদি জামায়াত ক্ষমতায় এসে যায়। আমরা ইসলামি আইন অনুযায়ী দেশ পরিচালনা করার চেষ্টা করবো। জাতীর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। যাতে করে কোন অপশক্তি এই দেশকে অস্থিতিশীল  করতে না পারে।

সম্মেলনে জেলা জামায়াতে আমীর আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান আলোচক হিসাবে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জতউল্লাহ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানী প্রমুখ।

মেসেঞ্জার/মোস্তফা/তুষার