ঢাকা,  রোববার
০২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

সাতক্ষীরায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও লিফলেট বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫০, ১ ফেব্রুয়ারি ২০২৫

সাতক্ষীরায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও লিফলেট বিতরণ

ছবি : মেসেঞ্জার

সারাদেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় ঝটিকা মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা আওয়ামী লীগ পরিবারের ব্যানারে দিবা নৈশ কলেজ মোড় থেকে ঝটিকা মিছিলটি শুরু হয়ে সুলতানপুর বড় বাজারে গিয়ে শেষ হয়। পরে সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সদস্য অহিদ পারভেজের নেতৃত্বে বড় বাজারে লিফলেট বিতরণ করা হয়।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, আশিক রেজা অপু, মিলন রায়, মাহমুদুল আলম বিবিসি, আসাদুজ্জামান রনিসহ অন্যান্যরা।

এদিকে দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিলের বেশ কিছু ভিডিও এবং ছবি পোস্ট বিষয়টি নিশ্চিত করা হয়। প্রকাশিত ওই ছবি ও ভিডিওতে বেশ কিছু নেতাকর্মীকে সকালে সুলতানপুর বড় বাজারে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ এবং বিক্ষোভ মিছিল ও স্লোগান দিতে দেখা যায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, একটা লিফলেট বিতরণের কথা শুনেছি। বিষয়টি আমরা খোঁজ খবর নিচ্ছি।

মেসেঞ্জার/আসাদুজ্জামান/তুষার