ঢাকা,  রোববার
০২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

দ্য ডেইলি মেসেঞ্জারে সংবাদ প্রকাশের ১৩ দিন পর ইটভাটাকে জরিমানা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ২২:০০, ১ ফেব্রুয়ারি ২০২৫

দ্য ডেইলি মেসেঞ্জারে সংবাদ প্রকাশের ১৩ দিন পর ইটভাটাকে জরিমানা

ছবি : মেসেঞ্জার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সোনালী ব্রিকস এবং ভিআইপি ব্রিকসকে বৈধ কাগজপত্র না থাকায় ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। দ্য ডেইলি মেসেঞ্জারে সংবাদ প্রকাশের তেরো দিন পর ভিআইপি ইটভাটাকে জরিমানা করা হলো।

শনিবার (১ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাবিনের নেতৃত্বে সরাইল উপজেলায় অবৈধ দুই ইটভাটায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, সোনালী ব্রিকস এবং ভিআইপি ব্রিকসকে বৈধ কাগজপত্র না থাকায় ২ লক্ষ টাকা করে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয় ও ফাইয়ার বিগ্রেড এর মাধ্যমে ব্রিকস এর আগুন নিভিয়ে দেয়া হয়।

অভিযানে বিচারক দায়িত্ব পালন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাবিন। এ সময় সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপসহকারি প্রশাসনিক কর্মকর্তা মো. কায়ছার আলম, পুলিশ সদস্য, ফায়ার সার্ভিসের সদস্য ও আনসার সদস্যরা উপস্থিত ছিলো।

এর আগে, গত রোববার (১৯ জানুয়ারি) ‘ভ্রাম্যমাণ আদালতে নিভানো ইটভাটার আগুন অভিযান শেষে ফের চালু’, শিরোনামে দ্য ডেইলি মেসেঞ্জারে সংবাদ প্রকাশিত হয়।

মেসেঞ্জার/রিমন/তুষার