ঢাকা,  রোববার
০২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

যশোরে শালিসে পাল্টাপাল্টি হামলায় তিনজন আহত

যশোর প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:৫৩, ২ ফেব্রুয়ারি ২০২৫

যশোরে শালিসে পাল্টাপাল্টি হামলায় তিনজন আহত

ছবি: মেসেঞ্জার

যশোরে পাল্টাপাল্টি হামলায় ৩ জন ছুরিকাহত হয়েছেন। শনিবার রাত ৯ টার দিকে শহরতলী বিরামপুরের আফজাল মার্কেটে শালিস চলাকালীন এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন ড়বিরামপুর ফকিরামোড়ের হাফেজপাড়ার হিরু মিয়ার ছেলে মামুন হোসেন (৪০), প্রতিপক্ষের বিরামপুর কালীতলার তরিকুল ইসলামের ছেলে তাসলিম ওরফে তাহসিন (২০) ও উপশহর এক নম্বর সেক্টরের বুলু শেখের ছেলে আকাশ (১৯)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানিয়েছেন, তাহসিনের সাথে রহিদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। তাদের দ্বন্দ্ব নিরসনের জন্য সেখানে নিজেদের মধ্যে শালিস চলছিলো। সেখানে তর্কবিতর্কের একপর্যায়ে দুই পক্ষ গোলযোগে জড়িয়ে পড়ে। এসময় পাল্টাপাল্টি ছুরিকাঘাতে উল্লিখিত ৩ জন জখম হন।

আহত মামুন জানিয়েছেন, তাহসিন প্রথমে তাকে ছুরিকাঘাত করে। পরে প্রতিপক্ষের দুইজন ছুরিকাহত হন। তবে তাহসিন জানান, শালিসে ডেকে নিয়ে মামুনের ছেলে জিহাদসহ কয়েকজন প্রথমে তিনি ( তাহসিন) ও তার বন্ধু আকাশকে ছুরিকাঘাতে জখম করে। পরে স্থানীয় তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক শাকিরুল ইসলাম জানিয়েছেন, ছুরিকাহত তিনজনের অবস্থা গুরুতর হলেও আশঙ্কামুক্ত। পুরুষ সার্জারি ওয়ার্ডে তাদের চিকিৎসাসেবা চলছে। 

মেসেঞ্জার/বিল্লাল/জেআরটি

আরো পড়ুন