ঢাকা,  রোববার
০২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

বরিশালে সম্প্রীতি সংলাপ

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৭, ২ ফেব্রুয়ারি ২০২৫

বরিশালে সম্প্রীতি সংলাপ

ছবি: মেসেঞ্জার

বাংলাদেশে ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতার নেতৃত্বের উদ্যোগ সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বিডিএস ক্লাবে অনুষ্ঠিত সংলাপের সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক-সুজনের জেলা সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন। অনুষ্ঠানে আলোচক হিসেবে আলোচনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন ও আইন বিভাগের বিভাগীয় প্রধান সুপ্রভাত হালদার ও সরকারি বিএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ হুমায়ুন কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিকের বরিশাল মহানগর সভাপতি অধ্যাপক মোঃ আবদুল মোতালেব হাওলাদার, বাবুগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান খালেদা ওহাব, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শশাঙ্ক বরণ রায় ও আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুশাসনের জন্য নাগরিক-সুজন, বরিশাল জেলা সম্পাদক রণজিৎ কুমার দত্ত।

মেসেঞ্জার/পান্থো/জেআরটি

আরো পড়ুন