ছবি: মেসেঞ্জার
লক্ষ্মীপুরের সুনামধন্য ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নয়শতাধিক ছাত্র-ছাত্রীকে পুরস্কার দিলেন কতৃপক্ষ। রোববার সকালে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।
ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, পরিচালক মাওলানা আবদুল করিম, বাকের হোসেন, সহকারি শিক্ষক ফারহানা আক্তার, ইসমাইল হোসেন, আতিকুর রহমান, মারজাহান মুন্নী, আবিদা বিন্তি, আশরাফুল ইসলাম প্রমুখ।
লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ জানান, পড়ালেখার পাশাপাশি ছাত্র-ছাত্রীরা যাতে খেলাধুলায় আগ্রহী হয়ে উঠে সে জন্যেই প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করি। এই ক্রীড়া প্রতিযোগিতায় ৩'শ ইভেন্টে প্লে থেকে দ্বাদশ শ্রেণীর দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। আগামী দিনেও খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার এধারা আমরা অব্যাহত রাখবো।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া, শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকান্ডের গুরুত্ব অনেক। প্রতিযোগিতার মধ্যদিয়ে শিশুদের মেধা ও মননের বিকাশ ঘটে। আমাদের বর্তমান প্রজন্মকে মোবাইলবিমুখ রেখে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে গড়ে তুলতে হবে।
মেসেঞ্জার/জহিরুল/জেআরটি