ঢাকা,  রোববার
০২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

বগুড়ায় বাবার সামনে ছেলেকে হত্যার মূল আসামি গ্রেপ্তার

বগুড়া ব্যুরো 

প্রকাশিত: ১৮:০৯, ২ ফেব্রুয়ারি ২০২৫

বগুড়ায় বাবার সামনে ছেলেকে হত্যার মূল আসামি গ্রেপ্তার

ছবি: মেসেঞ্জার

বগুড়ায় বাবার সামনে ছেলে হৃদয় হত্যাকাণ্ডের মূল আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি সিমসহ মোবাইল ও নগদ ৫৮০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত মো: রবিন(২০) শহরের ফুলবাড়ি মধ্যপাড়া এলাকার জলিলের ছেলে। রোববার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার এম আবুল হাশেম।  

এর আগে, গত ২৮ জানুয়ারি সকাল ৯টার দিকে ফুলবাড়ি মধ্যপাড়া এলাকার মোহাম্মদ বাবু মিয়ার ছেলে হৃদয়কে কয়েকজন বন্ধু ছুরিকাঘাতে হত্যা করা হয়। 

র‍্যাব কর্মকর্তা লেঃ কমান্ডার এম আবুল হাশেম জানান, ছিনতাইকৃত মোবাইল ফোনের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে হৃদয়ের সাথে আসামিদের বিরোধ ও মনোমালিন্য হয়। এর জের ধরে ফুলবাড়ী মধ্যপাড়া নান্নুমতি মাদ্রাসার পুকুর পাড়ে রবিন ও অন্যান্য আসামিরা  হৃদয়কে উপর্যুপরি ধারালো ছুরি দ্বারা বাম উরুতে, পেটের বাম পাশে এবং নিতম্বের বাম পাশে আঘাত করে যা হৃদয়ের বাবা বাবু মিয়া দূর থেকে দেখতে পান। পরে হৃদয়কে উদ্ধার করে  হাসপাতালে নিলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এ ঘটনায় বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করলে র‍্যাবও আসামিদের ধরতে অভিযান শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামি রবিনকে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

তিনি আরও জানান, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানার হস্তান্তর করা হয়েছে।

মেসেঞ্জার/আলমগীর/জেআরটি