ঢাকা,  রোববার
০২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

রাজশাহীতে ছাত্রলীগের মিছিল ও পোস্টার, প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৮:২২, ২ ফেব্রুয়ারি ২০২৫

রাজশাহীতে ছাত্রলীগের মিছিল ও পোস্টার, প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

ছবি: মেসেঞ্জার

রাজশাহীতে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজশাহী শহরের ছোটবনগ্রাম বারো রাস্তার মোড় এলাকায় এই মিছিল করে তারা। রাজশাহী মহানগর ছাত্রলীগের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। পরে সবার মুখ ঢেকে মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। এছাড়া ঐ রাতে শহরের কয়েকটি এলাকায় মহানগর ছাত্রলীগের পক্ষে ‘শেখ হাসিনাতেই আস্থা’ শীর্ষক লেখা পোস্টার সাঁটানো হয়েছে।

পুলিশ বলছে, ‘নিষিদ্ধ ছাত্রলীগকে এধরনের কর্মকা- করতে দেওয়া হবে না।’ রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘ছাত্রলীগ একটা নিষিদ্ধ সংগঠন। দেশের প্রচলিত আইনে তারা রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে না। এ ধরনের কোনো কর্মসূচি পুলিশের চোখে পড়লে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে রাজশাহী মহানগর ছাত্রদলের অর্ন্তগত বিভিন্ন থানা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত মহানগরীর দড়িখরবনা মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ‘ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমাদের কর্মসূচি চলবে। ছাত্রলীগের যে কোন নৈরাজ্যমূলক কর্মসূচি প্রতিহত করা হবে। নিষিদ্ধ ঘোষিত এ সংগঠনটির কর্মসূচি স্বাধীন দেশের মাটিতে পালন করতে দেওয়া হবে না।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন- রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহবায়ক আবুল কালাম আজাদ, শাহদুম থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান কাফি, রাজশাহী মহানগর যুবদল নেতা মারুফ হোসেন জীবন প্রমুখ।
 

মেসেঞ্জার/আনিসুজ্জামান/জেআরটি