ঢাকা,  রোববার
০২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

ফ্রিল্যান্সার’স দের কল্যাণে ১০ লাখ টাকা অনুদান দিলেন এমদাদুল হক মাইজভাণ্ডারী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশিত: ১৮:৪৬, ২ ফেব্রুয়ারি ২০২৫

ফ্রিল্যান্সার’স দের কল্যাণে ১০ লাখ টাকা অনুদান দিলেন এমদাদুল হক মাইজভাণ্ডারী

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের উদীয়মান ফ্রিল্যান্সারদের দক্ষতা বিকাশ ও আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ‘শাহ এমদাদীয়া ফ্রিল্যান্সার’স’ প্ল্যাটফর্মকে ‘কর্জে হাসানা’ এর অংশ হিসেবে ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী।  

রোববার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর খুলশীস্থ মাইজভাণ্ডারী খানকা শরীফে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি এই অনুদান হস্তান্তর করেন। ‘শাহ এমদাদীয়া ফ্রিল্যান্সার’স’ এর পক্ষে অনুদান গ্রহণ করেন চিফ কো-অর্ডিনেটর মুহাম্মদ এমদাদ ফয়সাল। 

এসময় উপস্থিত ছিলেন নায়েব সাজ্জাদানশীন, মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ এরহাম হোসাইন, শাহজাদা সৈয়দ মানাওয়ার হোসাইন, চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদ্রাসার ফকিহ্ ও গবেষক মওলানা এবিএম আমিনুর রশিদ, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ, ‘শাহ এমদাদীয়া ফ্রিল্যান্সার’স’ এর কো-অর্ডিনেটর আহাদ নূর ও সালেহ নেওয়াজ। 

অনুদান প্রদানকালে সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী বলেন, “বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং খাত একটি সম্ভাবনাময় ক্ষেত্র। বাংলাদেশের তরুণরা বিশ্ববাজারে নিজেদের দক্ষতা দিয়ে এগিয়ে যাচ্ছে। শাহ এমদাদীয়া ফ্রিল্যান্সার’স তরুণদের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ, যা তাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে।”  

সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেন, তরুণদের মধ্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, অনলাইন কাজের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর জন্য সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ফ্রিল্যান্সার’স প্রতিষ্ঠা করেছেন। ফ্রিল্যান্সার’সদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করার লক্ষ্যে শাহ এমদাদীয়া ফ্রিল্যান্সার’স কাজ করে যাচ্ছে এবং এই অনুদান তাদের কার্যক্রমকে আরও গতিশীল করবে।

শাহ এমদাদীয়া ফ্রিল্যান্সার’স-এর চিফ কো-অর্ডিনেটর মুহাম্মদ এমদাদ ফয়সাল বলেন, “আমাদের সংগঠনের লক্ষ্য তরুণদের আইটি দক্ষতা বৃদ্ধি করা এবং ফ্রিল্যান্সিংয়ে তাদের একটি স্থায়ী ভিত্তি তৈরি করা। এই অনুদান আমাদের আরও বড় পরিসরে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় সহায়ক হবে।” 

এমদাদুল হক মাইজভাণ্ডারীর এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে ফ্রিল্যান্সাররা তাকে কৃতজ্ঞতা জানান এবং এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত রাখার অনুরোধ জানান।

মেসেঞ্জার/এসকে/ইএইচএম