ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

কিশোরগঞ্জে পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনতাই, থানায় মামলা

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

প্রকাশিত: ১৫:৪২, ৩ ফেব্রুয়ারি ২০২৫

কিশোরগঞ্জে পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনতাই, থানায় মামলা

ছবি : মেসেঞ্জার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রেপ্তারের পর পুলিশের হাত থেকে দুই মামলার আসামি আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান বাবুকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুজায়েত হোসেন বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ের ৪০-৫০ জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত মামলার আসামি নুরুজ্জামান বাবু উপজেলার এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান। তিনি উপজেলার কামারকোনা গ্রামের মৃত মনিরুজ্জামানের ছেলে। গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনি নৌকা মার্কা নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন জানান, শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে মামলার আসামি ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বাবুকে গ্রেপ্তার করতে উপজেলার বাহাদিয়া গ্রামে অভিযান চালায় পুলিশ সদস্যরা। অভিযানের নেতৃত্ব দেন পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুজায়েত হোসেন।

অভিযানে ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বাবুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় তার চিৎকারে আত্মীয়-স্বজন ও তার সমর্থকরা সেখানে ছুটে গিয়ে পুলিশের ওপর আক্রমণ চালায়। ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশের হাত থেকে চেয়ারম্যান নুরুজ্জামান বাবুকে ছিনিয়ে নিয়ে চলে যান তারা।

খবর পেয়ে বাড়তি পুলিশ গিয়ে ছিনিয়ে নেওয়া আসামি ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বাবুসহ জড়িতদের ধরতে অভিযান চালায়। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

তবে, অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি সাখাওয়াৎ হোসেন।

উল্লেখ্য, গত বছরের ২০ জুলাই ও ৪ আগস্ট জেলার পাকুন্দিয়া উপজেলা সদরে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় পাকুন্দিয়া থানায় দায়ের করা দুটি মামলার এজাহারভুক্ত আসামি স্থানীয় এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. নুরুজ্জামান বাবু।

মেসেঞ্জার/তুষার