ঢাকা,  বৃহস্পতিবার
১৩ মার্চ ২০২৫

The Daily Messenger

কয়রায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ‘মিনি চাইনিজ রেস্টুরেন্ট’

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৪, ৩ ফেব্রুয়ারি ২০২৫

কয়রায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ‘মিনি চাইনিজ রেস্টুরেন্ট’

ছবি : মেসেঞ্জার

এক সময় সকাল থেকে গভীর রাত অবধি সরগরম থাকত দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের আনাগোনায়। কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের মোটরসাইকেলের সারি দেখা যেত। এখন সেখানে কাউকে দেখা যায় না। আশপাশের দোকান পাটেও ভীড় নেই আগের মতো দলীয় সাইনবোর্ড সরিয়ে সেখানে টাঙানো হয়েছে খাবার দোকানের সাইনবোর্ড।

এমন অবস্থা খুলনার কয়রা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও এর আশপাশের। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকে ওই কার্যালয়টিতে কেউ আসেনি। ৬ মাস পর কার্যালয়টির সামনের দেয়ালে ‘কিছুক্ষণ আড্ডা ক্যাফে এ্যান্ড মিনি চাইনিজ রেস্টুরেন্ট’ নামে সাইনবোর্ড টাঙানো হয়েছে।

দলীয় সূত্র ও স্থানীয় ব্যবসায়ীরা জানায়, ১৯৯৬ সালে তৎকালিন সংসদ সদস্য শেখ নুরুল হক কয়রা বাজারে একতলা ভবনের একটি বড় কক্ষ ভাড়া নিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় শুরু করেন। সেই থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সেখানেই দলীয় সকল কার্যক্রম চলে আসছিল দলটির। ৫ আগস্ট সরকার পতনের দিন বিকালে উত্তেজিত জনতা কার্যালয়ে ব্যাপক ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ের সব আসবাব ও কাঠের দরোজা জানালা পুড়ে যায়। পরে ভবন মালিক ফের মেরামত করে অন্যত্র ভাড়া দিয়েছেন।

জানা গেছে, ইসরাফিল হোসেন নামে কয়রা ফায়ার স্টেশনের এক সদস্য ওই কক্ষটি ভাড়া নিয়েছেন। মাসিক ৩ হাজার টাকা ভাড়ায় তিনি সেখানে রেস্টুরেন্ট করবেন বলে সাইনবোর্ড লাগিয়েছেন।

ইসরাফিল হোসেন জানান, স্থানীয় ব্যবসায়িদের মাধ্যমে জানতে পেরে দোকানটি ভাড়া নিয়েছেন তিনি। সেখানে এর আগে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ছিল কিনা তা তাঁর জানা নেই। দোকান মালিক তাঁর কাছে ওই কক্ষটি ভাড়া দিতে তিন বছরের জন্য চুক্তি করেছেন বলে জানান তিনি।

ভবন মালিক কালিপদ মোড়ল বলেন, প্রায় ২৫ বছর ধরে ঘরটি আওয়ামী লীগের অফিস হিসেবে ভাড়া দেওয়া ছিল। সরকার পতনের পর অফিসটি ভাঙচুর করা হয়। পরবর্তিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও গা ঢাকা দেওয়ায় কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই অন্যত্র ভাড়া দিয়েছি।

মেসেঞ্জার/কামাল/তুষার