ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

সিংগাইর গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মুহ. মিজানুর রহমান বাদল, সিংগাইর (মানিকগঞ্জ)

প্রকাশিত: ২১:৩৩, ৩ ফেব্রুয়ারি ২০২৫

সিংগাইর গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

‘সুস্থ দেহ প্রশান্ত মন, কর্ম ব্যস্ত সুখী জীবন’ এ শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ শেষে বিকেল ৫ টায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষানুরাগী, দাতা সদস্য ইঞ্জি. মো. রিয়াজুল ইসলাম।

স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইদুর রহমান সাগরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও আহবায়ক আফরোজা খানম রিতা বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ, সমাজের তরুন, যুবকদের সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন। আমাদের এখন গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এখন যে সরকার পরিপূর্ণ দেশ বিজয় অর্জন করতে পারে নাই। তাই স্বাধীনতাও পাওয়া যায় নাই।

তিনি আরো বলেন, সবকিছু ভূলে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভবিষ্যতে মানিকগঞ্জকে ধানের শীষে আনতে হবে। ভোটাধিকারের জন্য কাজ করতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের উদ্বোধক সদস্য, বিএনপি নির্বাহী কমিটি ও সদস্য আহবায়ক কমিটি মানিকগঞ্জ জেলা বিএনপির মো. এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য আহবায়ক কমিটি এ্যাড.আজাদ হোসেন খান, সদস্য আহবায়ক কমিটি এ্যাড. আ.ফ.ম নূরতাজ আলম বাহার (পিপি), সিংগাইর উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমান, সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু, প্রধান শিক্ষক গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয় মো. আমিনুর রহমান প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন, সিংগাইর পৌর বিএনপির সভাপতি এ্যাড. খোরশেদ আলম ভূইয়া জয়, সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন (ভিপি কামাল), সাবেক সদস্য গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি মো. ইস্তাফুর রহমানসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মেসেঞ্জার/তুষার