ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

মাদারগঞ্জে সমবায় সমিতির নামে টাকা আত্মসাৎ: টাকা ফেরতের দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও, বিক্ষোভ সমাবেশ 

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৩, ৪ ফেব্রুয়ারি ২০২৫

মাদারগঞ্জে সমবায় সমিতির নামে টাকা আত্মসাৎ: টাকা ফেরতের দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও, বিক্ষোভ সমাবেশ 

ছবি : মেসেঞ্জার

জামালপুরের মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতির কাছে আমানত রেখে প্রতারিত হওয়ায় টাকা উত্তোলনের দাবিতে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ ঘেরাও করে অবস্থান নিয়েছেন কয়েক হাজার প্রতারিত গ্রাহক।

বালিজুড়ি  ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিবলুল বারী রাজুর নেতৃত্বে সকালে শহীদ মিনার চত্বরে এই সমাবেশ শুরু হয়।

পরে টাকা উত্তোলনের দাবিতে এবং দোষী সমবায় সমিতির পরিচালক এবং জড়িত সমবায় কর্মচারীদের বিচার দাবিতে উপজেলা পরিষদে অবস্থান পালন করে।

সমাবেশে বক্তব্য রাখেন বালিজুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিবলুল বারী রাজু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা মাহফুজ রহমান মাফি, আব্দুর রহিম সোনা, মুখলেসুর রহমান প্রমুখ।

তারা বলেন, আল আকাবা সমবায় সমিতি, শতদল, স্বদেশ, রংধনুসহ শতাধিক সমবায় সমিতি মাদারগঞ্জ উপজেলা থেকে প্রায় ২০ হাজার লোকের কাছ থেকে শত শত কোটি টাকা আমানতের নামে আত্মসাৎ করেছে। তারা অফিস তালাবদ্ধ করে গাঁ ঢাকা দিয়েছে। অবিলম্বে তাদের সম্পদ বিক্রি করে গ্রাহকদের টাকা ফেরত দেয়ার দাবি করেন। প্রশাসনের পক্ষ থেকে টাকা ফেরত এবং বিচারের আশ্বাস না দেয়া পর্যন্ত তারা উপজেলা পরিষদের সামনে অবস্থান করে যাবেন বলে শিবলুল বারী রাজু জানান।

মেসেঞ্জার/উজ্জ্বল/তুষার