ঢাকা,  বুধবার
০৫ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে : অমিত

বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি 

প্রকাশিত: ২১:১০, ৪ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে : অমিত

ছবি : মেসেঞ্জার

খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশ এতদিন স্বৈরাচার শাসকের দখলে ছিল। তারা সকল খাতে বেশুমার লুটপাট করেছে। কৃষিখাতকে ধ্বংস করে দিয়েছে। গণঅভ্যুত্থানে লুটেরা ও স্বৈরাচার সরকারের পতন হয়েছে। জনগণ জানে বিএনপি ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হয়। সাধারণ মানুষ ভালো থাকে।

আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক কৃষককে কৃষি কার্ডের ব্যবস্থা করা হবে। সকল সিন্ডিকেট ভেঙে কৃষকের পণ্য তেল, সার, বিদ্যুৎসহ সকল কৃষিপণ্যের দাম কমানো হবে। কৃষকদের নামে করা হবে কৃষিবীমা। এক কথায় কৃষকদের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন কৃষকদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, সবজির রাজ্য হলো চুড়ামনকাটি। অথচ এখানে সবজি সংরক্ষণের জন্য হিমাগার নেই। এটা খুবই দুঃখজনক।

চুড়ামনকাটির সরদার বাগডাঙ্গা মাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান বক্তা ছিলেন যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম। এতে সভাপতিত্ব করেন চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাঈদ।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর জেলা কৃষকদলের আহবায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খাঁন, গোলাম রেজা দুলু, সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান কচি, জেলা সেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক আমীর ফয়সাল, থানা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, থানা বিএনপি নেতা আসাদুজ্জামান শাহিন, আলাউদ্দিন আলা, ইদ্রিস আলী,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু তালেব, থানা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শেলীনা পারভিন শেলী, থানা যুবদলের যুগ্ম আহবায়ক তানভির রায়হান তুহিন, থানা সেচ্চাসেবক দলের আহবায়ক শফিউল্লাহ, যুগ্ম আহবায়ক বুলবুল চৌধুরী, চুড়ামনকাটি ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদুর রহমান, কৃষক মহাসিন আলী, নজরুল ইসলাম, রাজিব দাস প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান। সমাবেশে শ' শ' কৃষাণ ও কৃষাণি কৃষি কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম নিয়ে সমাবেশে হাজির হন।

মেসেঞ্জার/তুষার