ঢাকা,  বুধবার
০৫ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

রাঙ্গুনিয়ায় মরিয়মনগর গাবতল সড়কের সরু অংশ বর্ধিত হচ্ছে

রাঙ্গুনিয়া প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৭, ৪ ফেব্রুয়ারি ২০২৫

রাঙ্গুনিয়ায় মরিয়মনগর গাবতল সড়কের সরু অংশ বর্ধিত হচ্ছে

ছবির ক্যাপশন: রাঙ্গুনিয়া মরিয়মনগর গাবতল সড়কের সরু অংশ বর্ধিতকরণের কাজ চলছে। ছবি: টিডিএম।

রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর চৌমুহনী থেকে ইসলামপুর গাবতল পর্যন্ত দীর্ঘ ১৮ কিলোমিটার রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ডিসি সড়ক। প্রতিদিন ট্রাক, সিএনজি, মাইক্রোসহ অন্যান্য পরিবহনের হালকা ও ভারী প্রায় কয়েক হাজার যানবাহন এ সড়কে চলাচল করে। এলাকার স্কুল কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থী, সব পেশাজীবী মানুষের নৈমত্তিক যাতায়াত ছাড়াও এলাকায় উৎপাদিত কৃষিজাত পণ্যের বাজারজাতকরণে এ সড়কে পরিবহন করা হয়। ভাটা থেকে ইটবোঝাই ও নানা ব্যবসায়িক পণ্যের ভারী যানবাহন এ সড়কে চলাচল করে। সর্বস্তরের যোগাযোগ ব্যবস্থায় ব্যস্ততম উপজেলার ৭টি ইউনিয়নের যোগাযোগ রক্ষায় এটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক।

তবে সড়কটি অন্তত সরু হওয়ায় দু’টি গাড়ি পাশ কাটিয়ে যেতে বিপত্তি লেগে যায়। সড়কটি ১২ ফুটের হলেও স্বনির্ভর রাঙ্গুনিয়ার সন্তোষ বাবুর ঘাটা থেকে মজুমদারখীল স্কুল পর্যন্ত অংশ কোথাও ১০ ফুট আবার কোথাও ৮ ফুট রয়েছে। এই স্থানে প্রায়ই দূর্ঘটনার কবলে পড়তে হয় যাত্রীদের। অবশেষে এই অংশটি বর্ধিতকরণে টনক নড়েছে চট্টগ্রাম সড়ক ও জনপদ (সওজ) বিভাগের। প্রায় ১২৫০ মিটার সড়কের দুই পাশে আড়াই ফুট করে মোট পাঁচ ফুট বৃদ্ধি করা হচ্ছে।

এদিকে সংশ্লিষ্ট প্রশাসনের টনক নড়াই স্বস্তি দেখা দিয়েছে এই সড়কে চলাচলরত চালক ও যাত্রীসহ জনসাধারণের।

এ বিষয়ে চলাচলরত চালক ও যাত্রীরা জানান, সড়কটি অতিব জরুরি হলেও সড়ক বর্ধিতকরণে সংশ্লিষ্ট প্রশাসন এতদিন ঘুমিয়ে ছিল। তবে শুধু পাঁচ ফুট পাশ বাড়ালে হবে না। ১৮ কিঃমিঃ সড়কটিকে পুরোপুরি বড় করার দাবি জানান তারা।

এ বিষয়ে দায়িত্বরত চট্টগ্রাম সড়ক ও জনপদ (সওজ) বিভাগের কার্য সহকারী মো. কামাল উদ্দিন জানান, দীর্ঘদিন যাবত সড়কের এই স্থানে চলাচলরত যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হয়েছে। রোডস এন্ড হাইওয়ে'র উদ্যোগে ১২৫০ মিটার অংশ দুই পাশে আড়াই ফুট করে বাড়ানো হচ্ছে। আশা করি আগের সমস্যা লাগব হবে। আগামী ১০/১২ দিনের মধ্যে সড়কের পাশ বাড়ানোর কাজ শেষ হবে।

মেসেঞ্জার/ইসমাঈল/তুষার