ছবি : মেসেঞ্জার
হাটহাজারীতে একটি বাড়িতে ঢুকে সরস্বতী পূজার প্রতিমা ভাংচুর ও শিক্ষার্থীদের বই পুড়িয়ে দেয়ার অভিযোগে মানসিক ভারসাম্যহীন এক যুবককে মারধর করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে চারটার দিকে হাটহাজারী পৌরসভার ফটিকা ৫নং ওয়ার্ডের সেন বাড়িতে এ ঘটনা ঘটে।
ওই বাড়ির উজ্বল সেন জানান, রাত দুইটা পর্যন্ত আমরা পূজা মন্ডপেই ছিলাম। ওই যুবক রাত দুইটার পরে বা ভোর রাতের দিকে সেন বাড়ির ওই স্বরস্বতি পূজা মন্ডপে ঢুকে হামলা চালিয়ে প্রতিমার মুখমন্ডল ভেঙে দেয় এবং প্রতিমার আশেপাশে শিক্ষার্থীদের রাখা বইপত্র আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। ঘটনা টের পেয়ে আশেপাশের সবাই বের হয়ে ওই যুবককে আটক করে। পরে সকালের দিকে জরুরি সেবা ৯৯৯ নাইনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে ঘটনা জানালে হাটহাজারী মডেল থানার ওসি, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আটক যুবককে থানায় নিয়ে যায়।
এসময় তিনি আরও বলেন, ১৯৮৪ সাল থেকে এ বাড়িতে এ পূজা হয়ে আসছে। এখানে এমন একটি ঘটনা ঘটতে পারে তা আমরা কখনো কল্পনাও করিনি। এ ঘটনায় আমরা হাটহাজারী মডেল থানায় একটি অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন এ প্রতিবেদককে বেলা ১ টার দিকে জানান, চিকিৎসকরা আটক ব্যক্তিকে মানষিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। আর এ ঘটনায় অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
ঘটনার বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান জানান, আমি ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি আটককৃতকে পুলিশকে সোপর্দ করা হয়েছে।
মেসেঞ্জার/তুষার