ছবি : মেসেঞ্জার
ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাটে কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কৃষকরা সড়কে আলু ফেলে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত ঠাকুরগাঁও-রুহিয়া সড়কের ঢোলারহাট তেমাথা এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা।
বিক্ষোভে অংশ নেওয়া কৃষকরা জানান, স্থানীয় ‘আমানত হিমাগার’ ও ‘শাহী হিমাগার’ আলু সংরক্ষণের জন্য প্রতি কেজিতে ৮ টাকা ভাড়া নির্ধারণ করেছে, যা আগের বছরের তুলনায় অনেক বেশি। এতে উৎপাদন খরচের চাপে থাকা কৃষকদের ওপর আরও বড় অর্থনৈতিক বোঝা তৈরি হয়েছে।
কৃষকরা জানান, গত বছর তুলনামূলকভাবে কম খরচে আলু সংরক্ষণ করা গেলেও এ বছর হঠাৎ করেই ভাড়া বাড়ানো হয়েছে। এতে ক্ষুদ্র ও মাঝারি কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারণ তাঁদের অধিকাংশেরই আলুর মজুদ করার মতো নিজস্ব ব্যবস্থা নেই, ফলে হিমাগারই তাঁদের একমাত্র ভরসা।
কৃষক দলের স্থানীয় নেতারা বলেন, আলু সংরক্ষণের ভাড়া যদি এভাবে বাড়তে থাকে, তাহলে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবেন। অনেক কৃষক বাধ্য হয়ে লোকসানের মুখে পড়বেন, যা সামগ্রিকভাবে কৃষি ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।
ঢোলারহাট ইউনিয়নের কৃষক নূর ইসলাম বলেন, ‘আমরা সার, বীজ, শ্রমিক—সবকিছুর দাম বাড়তি দিয়ে আলু চাষ করেছি। এখন সংরক্ষণের খরচও যদি এত বেশি হয়, তাহলে আমাদের লাভ কোথায়? সরকার যদি এই সমস্যার সমাধান না করে, তাহলে আমরা কিভাবে বাঁচব?’
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন রুহিয়া থানা কৃষক দলের সভাপতি মো. আইনুল হক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ঢোলারহাট ইউনিয়ন কৃষক দলের সভাপতি রফিকুল ইসলাম এবং ঢোলারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ইসারুল ইসলাম। এ ছাড়া স্থানীয় ২০০ থেকে ২৫০ জন কৃষক এই বিক্ষোভে অংশ নেন।
মেসেঞ্জার/আরিফ/তুষার