ঢাকা,  বুধবার
০৫ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

মোংলার জাহাজ ভুলবশত চট্টগ্রাম বন্দর এরিয়ায় এসে গুনলো জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশিত: ২৩:৩১, ৪ ফেব্রুয়ারি ২০২৫

মোংলার জাহাজ ভুলবশত চট্টগ্রাম বন্দর এরিয়ায় এসে গুনলো জরিমানা

ছবি: সংগৃহীত

অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশ করায় পানামা পতাকাবাহী এমটি ডলফিন নামে একটি কেমিক্যাল যুক্ত তেলের জাহাজকে ১০ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তথ্যটি নিশ্চিত করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক।

তিনি বলেন, পানামা পতাকাবাহী এমটি ডলফিন অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশ করায় এ জাহজটিকে চিহ্নিত করে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কারণ চট্টগ্রাম বন্দরের গেজেটভুক্ত জলসীমায় ক্লিয়ারেন্স ছাড়া কোনো জাহাজ প্রবেশ করতে পারে না। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) এমটি ডলফিন কুতুবদিয়ার জলসীমায় আসার সঙ্গে সঙ্গে সেটিকে চিহ্নিত করা হয়। তবে এ জাহাজটি মোংলা যেতে গিয়ে ভুলবশত চট্টগ্রাম পোর্ট এরিয়ায় চলে এসেছে বলে জানিয়েছেন তিনি।

চট্টগ্রাম বন্দরের হারবার সূত্রে জানা যায়, এমটি ডলফিন জাহাজটি তেল নিয়ে জেদ্দা ইসলামিক বন্দর থেকে তেল নিয়ে আসছিল। আসার পথে প্রথমে জাহাজটি পাকিস্তানের কাসিম বন্দর এবং পরবর্তীতে ভারতের জহর লাল নেহেরু বন্দর হয়ে মোংলা বন্দরে যাওয়ার কথা ছিলো। কিন্তু ভুলবশত চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশ করে জাহাজটি।

এদিকে চট্টগ্রাম বন্দরের অনুমতি ছাড়া যে কোনো জাহাজ জলসীমায় প্রবেশ করলে তা বন্দর কর্তৃপক্ষের অত্যাধুনিক যন্ত্রে প্রকাশ পায়। এ জাহাজের বিষয়টিও একইভাবে ধরা পড়লে বন্দরের হারবার বিভাগের একটি টিম জাহাজটি ধরে জরিমানা করে। পরে চট্টগ্রাম কাস্টমস থেকে মোংলা কাস্টমসে যাওয়ার কাগজপত্র ঠিকঠাক করে দেওয়া হয়।

মেসেঞ্জার/সাখাওয়াত/এসকে/ইএইচএম